ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর। নিজস্ব চিত্র।
পিএইচডি-র পর গবেষণার সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর। আগ্রহীরা সরাসরি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন। শূন্যপদ একটি।
রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে ওই প্রতিষ্ঠানে গবেষক প্রয়োজন। ফাইবার অপটিক্স, ওয়েভগাইড-এর মতো বিষয়ে পিএইচডি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা ওই কাজে যোগদানের সুযোগ পাবেন। তাঁদের পদার্থবিদ্যা কিংবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন। তাঁদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।
নিযুক্তের পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে ৫৮,২৮০ টাকা। ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অর্থপুষ্ট প্রকল্পে তাঁকে কাজ করতে হবে। ২৮ জুন, ২০২৬ পর্যন্ত চুক্তির ভিত্তিতে গবেষণার কাজ চলবে ওই প্রকল্পে।
আগ্রহীরা চাইলে আলাদা করে ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে পারেন। ওই আবেদন ২৯ জানুয়ারির মধ্যে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠানো আবশ্যক। ইন্টারভিউ প্রতিষ্ঠানের পদার্থবিদ্যা বিভাগে নেওয়া হবে।