CUET PG Admission 2026

ফের আবেদনের সময়সীমা বৃদ্ধি পেল কুয়েট পিজি-র, স্নাতকোত্তর পড়ার সুযোগ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে

কুয়েট পিজি-র প্রবেশিকায় উত্তীর্ণ হতে পারলেই মেধাতালিকার ভিত্তিতে ভর্তির সুযোগ মেলে। ২০২৫-এর ১৪ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু করেছিল এনটিএ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৪:৪৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তরে ভর্তির আবেদন গ্রহণের ফের সময় বাড়াল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সম্প্রতি এনটিএ-র তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে।

Advertisement

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তরে ভর্তির জন্য আয়োজন করা হয় কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েশন (কুয়েট পিজি)-র। এই প্রবেশিকায় উত্তীর্ণ হতে পারলেই মেধাতালিকার ভিত্তিতে ভর্তির সুযোগ মেলে। ২০২৫-এর ১৪ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু করেছিল এনটিএ। অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ১৪০০ টাকা ধার্য করা হয়েছিল। যদিও সংরক্ষিতদের জন্য ছাড় দেওয়া হয়েছে। আবেদনের শেষ দিন প্রথমে ছিল ১৪ জানুয়ারি, পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় মেয়াদ ২০ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আবেদনের শেষ দিনে ফের বিজ্ঞপ্তি জারি করেছে এনটিএ। জানানো হয়েছে, ২৩ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত এবং আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধন করা যাবে ২৮ জানুয়ারির মধ্যে।

২০২৬-এর কুয়েট পিজি হবে আগামী ১৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত। মোট তিনটি শিফটে সিবিটি মাধ্যমে নেওয়া হবে পরীক্ষা। পরীক্ষার জন্য নির্ধারিত সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষা দেওয়া যাবে মোট ১৫৭টি বিষয়ে। দেশে ২৭৬টি এবং বিদেশে ১৬টি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হবে।

Advertisement
আরও পড়ুন