ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত।
ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে চাকরির সুযোগ। সম্প্রতি তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোর্ট অফিসার পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
আইনে ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের অ্যাডমিনিস্ট্রেশন এবং অনলাইন ডেটা ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীর বয়স ২৫ বছরের ঊর্ধ্বে হতে হবে।
ওই পদে নিযুক্তদের বেতন হবে ৪৫ হাজার টাকা। প্রাথমিক পর্যায়ে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ আরও তিন বছরের জন্য বাড়বে।
ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের ওয়েবসাইটে (nclt.gov.in)গিয়ে একটি ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ জুন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।