ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)। ছবি: সংগৃহীত।
জাতীয় স্তরে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করবে ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)। নিয়োগ হবে ‘ডিরেক্ট রিক্রুটমেন্ট’-এর মাধ্যমে। সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানিয়েছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। জানানো হয়েছে, সংস্থার বিভিন্ন বিভাগে কর্মীদের কাজের সুযোগ মিলবে। প্রার্থীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
সংস্থায় নিয়োগ করা হবে ডেপুটি ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস), লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সিলেকশন অফিসার, অ্যাকাউন্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার পদে। ৮৪টি শূন্যপদ রয়েছে।
পদ অনুযায়ী, নিযুক্তদের মাসিক বেতনক্রম হবে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা বা সর্বাধিক ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা। পদের ভিত্তিতে আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ২৮ বা ৩০ বছর।
লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারীদের লাইব্রেরি সায়েন্স-এ স্নাতক হতে হবে। এ ছাড়াও বাকি পদের জন্য রয়েছে যোগ্যতার আলাদা মাপকাঠি।
প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্ত না হলে আবেদনমূল্যের পরিমাণ ৫০০ টাকা। আগামী ১৫ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর কম্পিউটার নির্ভর পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন শহরে।