Summer Internship 2025

কম্পিউটার সায়েন্স নিয়ে পাঠরতদের সামার ইন্টার্নশিপের সুযোগ নাইসার ভুবনেশ্বরে

ইন্টার্নদের প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা হিসাবে দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৫:২৩
NISER, Bhubaneswar.

নাইসার ভুবনেশ্বর। ছবি: সংগৃহীত।

কম্পিউটার সায়েন্স নিয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে পাঠরতদের ইন্টার্নশিপ করাবে নাইসার ভুবনেশ্বর। ওই প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেটওয়েব সামার ইন্টার্নশিপ ২০২৫-এর অধীনে দু’জন পড়ুয়া প্রশিক্ষণ পাবেন।

Advertisement

আবেদনকারীদের পাইটর্চ, সিইউডিএ ফর মেশিন লার্নিং নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও তাঁদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে ভাতা হিসাবে ১০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, প্রশিক্ষণ শেষে পড়ুয়াদের একটি করে প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হবে এবং মেশিন লার্নিং সংক্রান্ত কনফারেন্সে ভবিষ্যতে কাজের সুযোগও থাকবে। মোট দু’মাসের মধ্যে এই ইন্টার্নশিপ সম্পূর্ণ হবে।

অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আবেদনও অনলাইনেই পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২০ মার্চ। ওই দিনই ইন্টারভিউ নেওয়া হবে। আবেদনের জন্য কী কী নথি পাঠাতে হবে, সেই বিষয়ে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন