Apprenticeship Training 2026

স্নাতকদের প্রশিক্ষণ দেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা, কোন বিভাগের কাজ শেখার সুযোগ মিলবে?

কেন্দ্রীয় সংস্থা অধীনস্থ প্রতিষ্ঠানে স্নাতক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৫:০৩

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কেন্দ্রীয় সংস্থা অধীনস্থ প্রতিষ্ঠানে কাজ শেখার সুযোগ। এ জন্য স্নাতক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেছে নেওয়া হবে। প্রশিক্ষণ দেওয়া হবে ৫৭৫ জনকে।

Advertisement

এনএলসি ইন্ডিয়া লিমিটেড-এ তাঁদের শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে প্রশিক্ষণ চলবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে ৩৫৭ জন এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসাবে ২১৮ জনকে নিয়োগ করবে ওই সংস্থা।

মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ইনস্ট্রুমেন্টেশন, কেমিক্যাল, মাইনিং, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, মেডিক্যাল ল্যাব টেকনোলজি, কেটারিং টেকনোলজি এবং হোটেল ম্যানেজমেন্ট এবং ফার্মাসি বিষয়ে স্নাতকেরা প্রশিক্ষণ নিতে পারবেন। এ ছাড়াও উল্লিখিত বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদেরও প্রশিক্ষণ চলবে।

মোট এক বছরের চুক্তিতে তাঁদের কাজ শেখানো হবে। প্রশিক্ষণ চলাকালীন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসরা ১৫,০২৮ টাকা এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসরা ১২,৫২৪ টাকা ভাতা হিসাবে পাবেন।

প্রার্থীদের স্নাতক এবং ডিপ্লোমার পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্যতা যাচাই করা হবে। ডাকযোগে ২ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন