হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড। ছবি: সংগৃহীত।
আইটিআই উত্তীর্ণদের প্রশিক্ষণ দেবে হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড। সংস্থার তরফে জানানো হয়েছে, ইলেকট্রিশিয়ান, পেন্টার, মেকানিক ডিজেল, পাইপ ফিটার / প্লাম্বার ট্রেডে শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে। পাঁচ জন অ্যাপ্রেন্টিসশিপের সুযোগ পাবেন।
দশম উত্তীর্ণ পড়ুয়াদের যদি উল্লিখিত ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকে, তাঁরা শিক্ষানবিশির জন্য আবেদনের সুযোগ পাবেন। তাঁদের বয়স ১৮ বছর কিংবা তার বেশি হওয়া প্রয়োজন। উল্লিখিত ট্রেডে ২০২১ থেকে ২০২৫-এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) শংসাপত্র অর্জন করেছেন, তাঁরাও ওই প্রশিক্ষণের সুযোগ পাবেন।
এ ক্ষেত্রে রাজ্যের পড়ুয়াদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে, অন্য রাজ্যের পড়ুয়ারাও আবেদনের সুযোগ পাবেন। প্রশিক্ষণ চলাকালীন নিযুক্তদের জন্য প্রতি মাসে ১১ হাজার টাকা ভাতা হিসাবে বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের অনলাইনে একটি ফর্ম পূরণের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ৮ জানুয়ারি। প্রার্থীদের দশম এবং আইটিআই ট্রেডের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হবে।