NMDC Recruitment 2025

স্টাফ নার্স-সহ বহু পদে কর্মখালি, অতিমারি পরবর্তী সুরক্ষাবিধি মেনে ইন্টারভিউ নেবে এনএমডিসি

অনূর্ধ্ব ৩০ প্রার্থীরা নার্সিং এবং প্যারামেডিক্যাল স্টাফ পদে স্বল্প সময়ের চুক্তিতে চাকরির সুযোগ পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১৫:৫৯
National Mineral Development Corporation Limited.

ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএমডিসি)। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএমডিসি)-এ কর্মখালি। প্রতিষ্ঠানের প্রজেক্ট হাসপাতালে কাজের জন্য নার্সিং এবং প্যারামেডিক্যাল স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এনএমডিসি-র বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের কেন্দ্রীয় সরকার নির্ধারিত অতিমারি পরবর্তী সুরক্ষাবিধি মেনে উপস্থিত থাকতে হবে।

Advertisement

স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট অপটোমেট্রিস্ট, ড্রেসার, ওটি টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট, অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট রেডিয়োগ্রাফার এবং ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। উল্লিখিত পদে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তি থেকে শুরু করে দশম উত্তীর্ণ ব্যক্তিরা চাকরির সুযোগ পাবেন। এ বিষয়ে বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তাঁদের বয়স অনূর্ধ্ব ৩০ হওয়া প্রয়োজন। প্রতি মাসে নিযুক্তরা পারিশ্রমিক হিসাবে ১২,৪০০ টাকা থেকে ১৮,৬০০ টাকা পাবেন।

২৯ মে থেকে ১ জুন পর্যন্ত উল্লিখিত পদে ইন্টারভিউ নেওয়া হবে। এ জন্য এনএমডিসি-র ছত্তীসগঢ়ের অফিসে প্রার্থীদের উপস্থিত থাকা প্রয়োজন। তাঁদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্র-সহ বিভিন্ন নথি সঙ্গে রাখতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন