ICAR Recruitment 2025

ইয়ং প্রফেশনাল পদে কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করল ব্যারাকপুরের গবেষণাকেন্দ্র

২১ বছর থেকে ৪৫ বছর বয়সি ব্যক্তিরা ইয়ং প্রফেশনাল পদে আবেদনের সুযোগ পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৬:৩৫
ICAR-CIFRI, Barrackpore.

সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের ব্যারাকপুরের কার্যালয়ে কর্মখালি। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে ইয়ং প্রফেশনাল পদের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। সংশ্লিষ্ট কাজের জন্য এক জন কর্মী প্রয়োজন।

Advertisement

সংশ্লিষ্ট পদে কাজের জন্য মৎস্য বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান কিংবা কৃষিবিদ্যা শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিকে বেছে নেওয়া হবে। তাঁদের ন্যূনতম এক বছরের ফিল্ড এবং গবেষণাগারে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পদপ্রার্থীদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তের কর্মস্থল হবে ব্যারাকপুরের দফতর।

কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্রের আঞ্চলিক কার্যালয়ের নাম সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট। ওই কার্যালয়ের একটি গবেষণা প্রকল্পের জন্য ইয়ং প্রফেশনাল হিসাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, মোট এক বছরের জন্য চুক্তির ভিত্তিতে উল্লিখিত পদে বহাল রাখা হবে।

আগ্রহীরা ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। সংশ্লিষ্ট পদের জন্য আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, জীবনপঞ্জির মতো গুরুত্বপূর্ণ নথি জমা দেওয়ার শেষ দিন ২৯ মে। ইন্টারভিউ নেওয়া হবে ৩ জুন। এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন