Research Assistant Jobs 2025

গবেষক নিয়োগ করবে সিকিম বিশ্ববিদ্যালয়, আবেদনের শর্তাবলি কী?

মোট চার মাসের চুক্তিতে নিয়মিত কাজ চলবে। নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে আট হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৫:৫৬
Sikkim University.

সিকিম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

সিকিম বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একটি গবেষণা প্রকল্পে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। ওই কাজের জন্য এক জনকে বেছে নেওয়া হবে।

Advertisement

সংশ্লিষ্ট গবেষণা প্রকল্পের নাম ‘দ্য ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম: আ স্টাডি অফ নাথাং ভিলেজ ইন সিকিম’। এই প্রকল্পে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে সোশ্যাল সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে।

মোট চার মাসের চুক্তিতে নিয়মিত কাজ চলবে। নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে আট হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। ১২ জুন ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

এর জন্য প্রার্থীদের ওই দিন জীবনপঞ্জি, বয়সের প্রমাণপত্র এবং অন্যান্য আনুষঙ্গিক নথি সঙ্গে রাখতে হবে। ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ে আরও তথ্য জানতে সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন