উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের রসায়ন বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ।
একজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের পরমাণু শক্তি বিভাগ (ডিপার্টমেন্ট অফ অ্যাটোমিক এনার্জি)-এর ‘বোর্ড অফ রিসার্চ ইন নিউক্লিয়ার সায়েন্সেস’-র অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাসে ফেলোশিপ দেওয়া হবে ৩৫ হাজার টাকা। আবেদনকারীকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর হতে হবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। যদি গবেষণা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকে তা হলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১০ জুলাই। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া প্রয়োজন।