প্রতীকী চিত্র।
চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করবে ন্যাশনাল প্রজেক্টস কনস্ট্রাকশন কর্পোরেশন (এনপিসিসি) লিমিটেড। সেই মর্মে সম্প্রতি কর্মখালির বিজ্ঞপ্তি জারি করেছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। জানানো হয়েছে, দেশের বিভিন্ন শহরে সংস্থার কার্যালয় হবে নিযুক্তদের কর্মস্থল। এর জন্য তাঁদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগে থেকে আবেদন গ্রহণ করা হবে না।
সংস্থায় নিয়োগ হবে সিনিয়র অ্যাসোসিয়েট, সাইট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট পদে। মোট শূন্যপদের সংখ্যা ৪৫। নিযুক্তদের সংস্থার আইটি, এইচআর, ল, রাজভাষা, ফিন্যান্স, সিভিল, ইলেক্ট্রিক্যাল, আর্কিটেকচার এবং অফিস সাপোর্ট বিভাগে কাজের সুযোগ মিলবে। কাজের মেয়াদ এক বছর। এর পর প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদের ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০ টাকা থেকে শুরু করে ৩৩,৭৫০ টাকা। এ ছাড়াও অন্যান্য সুযোগসুবিধা মিলবে।
বিভিন্ন বিভাগ এবং পদের জন্য শিক্ষাগত যোগ্যতার পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
চলতি মাসের ২৬ ও ৩০ তারিখ এবং জুলাই মাসের ১, ২ এবং ৩ তারিখ বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এর পর ইন্টারভিউয়ের ভিত্তিতেই সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে।