BTech Govt Jobs 2025

রাষ্ট্রায়ত্ত তাপবিদ্যুৎ কেন্দ্রের শতাধিক পদে কর্মখালি, আবেদন করতে গেলে থাকতেই হবে এই বিশেষ ডিগ্রি

আগ্রহীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। তবে এ ক্ষেত্রে তাঁদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ১২:৩৭
NTPC Recruitment 2025.

রাষ্ট্রায়ত্ত তাপবিদ্যুৎ কেন্দ্রের তরফে ১০০-র বেশি পদে কর্মী নিয়োগ করা হবে। প্রতীকী চিত্র।

রাষ্ট্রায়ত্ত তাপবিদ্যুৎ কেন্দ্রে ১৫০টি পদে কর্মী নিয়োগ করা হবে। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন শীর্ষক ওই কেন্দ্রের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিভাগের ডেপুটি ম্যানেজার পদে কর্মখালি রয়েছে।

Advertisement

উল্লিখিত পদে ইলেকট্রনিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, কন্ট্রোল অ্যান্ড ইন্স্ট্রুমেন্টেশন, প্রোডাকশন, মেকানিক্যাল শাখায় ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, অর্থাৎ বিটেক ডিগ্রি প্রাপ্তরা আবেদন করতে পারবেন। তবে, এর সঙ্গে তাঁদের ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। তাঁরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। নিযুক্তরা প্রতি মাসে ৭০,০০০ থেকে ২,০০,০০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক পাবেন।

অনলাইনে আবেদনের জন্য প্রার্থীদের ৩০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে। তাঁরা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের ওয়েবসাইট মারফত আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন। তবে, শূন্যপদ, এবং নিয়োগ সংক্রান্ত অন্য তথ্যের জন্য তাপবিদ্যুৎ কেন্দ্রের ওয়েবসাইটে (careers.ntpc.co.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন