— প্রতিনিধিত্বমূলক চিত্র।
অবসরপ্রাপ্তদের চাকরির সুযোগ দেবে রাজ্য সরকার। পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিস পিয়ন পদে পাঁচজনকে নিয়োগ করা হবে।
নিযুক্তদের রাজ্য লোধা-শবর উন্নয়ন পর্ষদে কাজ করতে হবে। সরকারি সংস্থার দফতরে উল্লিখিত পদে কাজ করেছেন এবং ওই পদেই অবসর গ্রহণ করেছেন— এমন প্রার্থীরা কাজের সুযোগ পাবেন।
ওই পদে নিযুক্তদের জন্য প্রতি মাসে ৮,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা সাম্মানিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। প্রার্থীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। তাঁরা সরাসরি ইন্টারভিউয়ের জন্য পশ্চিম মেদিনীপুরের অফিসে পৌঁছে যেতে পারেন।
ওই দফতরে ১৭ জানুয়ারি দুপুর ১২টা থেকে ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন আগ্রহীদের জীবনপঞ্জি, কর্মজীবনের শংসাপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড-এর প্রতিলিপির মতো নথি সঙ্গে রাখা প্রয়োজন।