Apprenticeship Recruitment 2025

রেল কোচ ফ্যাক্টরিতে শিক্ষানবিশ প্রয়োজন, বিশেষ শর্তে আবেদনের সুযোগ পাবেন দশম উত্তীর্ণেরা

ভারতীয় রেল অধীনস্থ সংস্থায় শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) নিয়োগ করা হবে। তাঁদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১২:১৬
রেল কোচ ফ্যাক্টরি।

রেল কোচ ফ্যাক্টরি। ছবি: সংগৃহীত।

রেল কোচ ফ্যাক্টরিতে কর্মখালি। দশম উত্তীর্ণেরা বিশেষ শর্তে যোগদানের সুযোগ পাবেন। তাঁদের শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে। মোট ২৭৫ জন প্রশিক্ষণ পাবেন।

Advertisement

ভারতীয় রেল অধীনস্থ সংস্থায় ফিটার, ওয়েল্ডার, মেকানিস্ট, পেন্টার, কারপেন্টার, ইলেকট্রিশিয়ান, এসি এবং রেফ্রিজারেটর মেকানিক, মোটর মেকানিক এবং ইলেকট্রনিক মেকানিক ট্রেডে প্রশিক্ষণ চলবে। তাঁদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে।

উল্লিখিত ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) শংসাপত্র রয়েছে, এমন দশম উত্তীর্ণেরাই আবেদনের সুযোগ পাবেন। এমন ক্ষেত্রে তাঁদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

অনলাইনে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ১০০ টাকা ধার্য করা হয়েছে। রেল কোচ ফ্যাক্টরি-র ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। ৭ জানুয়ারি আবেদনের শেষ দিন।

Advertisement
আরও পড়ুন