Railtel Corporation Recruitment 2025

রেলটেল কর্পোরেশনে কর্মখালি, কী ভাবে আবেদন করবেন? বেতন কত?

আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে কাজ চলবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১০
Railtel Corporation of India Limited.

রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

ভারতীয় রেলে কর্মখালি। রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ বলা হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, উপদেষ্টা পদে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের দিল্লির দফতরে নিযুক্তদের কাজ করতে হবে। শূন্যপদ একটি।

Advertisement

অনূর্ধ্ব ৬২ বছর বয়সি ব্যক্তিদের উল্লিখিত পদে কাজের সুযোগ দেওয়া হবে। তাঁদের টেলিকম বিজ়নেস, রেগুলেটরি ম্যাটার সংক্রান্ত কাজে ন্যূনতম ৩০ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে।

উল্লিখিত পদে নিযুক্তের দিল্লির দফতরে হবে কর্মস্থল। আগ্রহীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের দিন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র, সচিত্র পরিচয়পত্র এবং অন্যান্য আনুষঙ্গিক নথি সঙ্গে রাখা আবশ্যক। আবেদনকারীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের জন্য পদপ্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত একটি ফর্ম পূরণের নির্দেশও দেওয়া হয়েছে। এই সমস্ত নথি-সহ আবেদনপত্র ১২ মার্চের মধ্যে ডাকযোগে পাঠাতে হবে। এই বিষয়ে আরও তথ্য জেনে নিতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন