RITES Recruitment 2026

রাইটস লিমিটেডে ৪৮ জন কর্মীর খোঁজ, কোন কোন পদের জন্য আবেদন গ্রহণ করা হবে?

পদ অনুযায়ী, নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৫০,০০০-১,৬০,০০০ টাকা বা ৭০,০০০-২,০০,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ২০:৪১
RITES Limited

রাইটস লিমিটেড। ছবি: সংগৃহীত।

বিভিন্ন পদে কর্মী নিয়োগ করবে রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড। জানানো হয়েছে, সংস্থার একাধিক বিভাগে কাজের সুযোগ মিলবে। কেরলের সংস্থার বিভিন্ন প্রজেক্ট সাইটে নিযুক্তদের কাজের দায়িত্ব দেওয়া হবে। এর পর অন্যত্র স্থানান্তর করা হতে পারে।

Advertisement

সংস্থায় নিয়োগ করা হবে টিম লিডার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পদে। শূন্যপদ রয়েছে ৪৮টি। নিযুক্তদের প্রথম এক বছর চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। পরবর্তীকালে শর্তসাপেক্ষে মেয়াদ বাড়ানো হতে পারে। পদ অনুযায়ী, নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৫০,০০০-১,৬০,০০০ টাকা বা ৭০,০০০-২,০০,০০০ টাকা।

সংশ্লিষ্ট পদে আবেদন জানানোর জন্য বয়সের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে ৫৫ বছর। সংরক্ষিতদের জন্য রয়েছে ছাড়। পাশাপাশি, তাঁদের ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন পেশাগত অভিজ্ঞতাও। এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

চাকরিপ্রার্থীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি জমা দিতে হবে। কিছু পদে আবেদনের শেষ দিন ২৪ ফেব্রুয়ারি। বাকি পদগুলিতে আবেদনের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে।

Advertisement
আরও পড়ুন