Ruhanika Dhawan App Cab Experience

ক্যাবচালকের অভব্য আচরণ! ভয়াবহ অভিজ্ঞতার পরে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন ছোটপর্দার অভিনেত্রী

প্রতিদিন বহু মহিলা একা যাতায়াত করেন। একা ক্যাবেও যাতায়াত করতে হয়। কিন্তু সম্প্রতি হওয়া এই অভিজ্ঞতা রুহানিকাকে নাড়িয়ে দিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ২১:৫২
কী হয়েছিল রুহানিকার সঙ্গে?

কী হয়েছিল রুহানিকার সঙ্গে? ছবি: সংগৃহীত।

ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি ছোটপর্দার অভিনেত্রী রুহানিকা ধবন। ‘অ্যাপ ক্যাব’-এ উঠে কী অবস্থা হয়েছিল, জানালেন ‘ইয়ে হ্যায় মহব্বতেঁ’ ধারাবাহিকের অভিনেত্রী। প্রশ্ন তুললেন মহিলাদের নিরাপত্তা নিয়ে।

Advertisement

প্রতিদিন বহু মহিলা একা যাতায়াত করেন। একা গাড়িতেও যাতায়াত করতে হয়। কিন্তু সম্প্রতি হওয়া এই অভিজ্ঞতা তাঁকে নাড়িয়ে দিয়েছে। রুহানিকা জানান, সেই সময়ে তিনি কলেজ থেকে গাড়ি ভাড়া করে বাড়িতে ফিরছিলেন। এই যাতায়াতের রাস্তার সঙ্গে তিনি সম্পূর্ণ পরিচিত। প্রতিদিনই এই রাস্তায় তিনি আসা-যাওয়া করেন। কিন্তু হঠাৎই দেখেন, গাড়ির চালক অন্য রাস্তা ধরেন। নিমেষে অভিনেত্রী বুঝতে পারেন, অচেনা ও অপ্রয়োজনীয় রাস্তা নিচ্ছেন চালক।

জিপিএস থাকা সত্ত্বেও ভুল রাস্তাতেই গাড়ি নিয়ে যাচ্ছিলেন চালক। বাধ্য হয়ে রুহানিকা সঠিক রাস্তা দিয়ে যাওয়ার কথা বলতে থাকেন। কিন্তু চালক তাঁর কথায় কর্ণপাত না করে ভুল দিকেই গাড়ি নিয়ে যেতে থাকেন। রুহানিকা বুঝতে পারেন, চালকের উদ্দেশ্য মোটেই ভাল নয়। অভিনেত্রী গাড়ি দাঁড় করাতে বলেন। কিন্তু তখনও গাড়ি থামাননি চালক। এমনকি অশ্রাব্য ভাষায় কথা বলতে শুরু করেন গাড়ির চালক। জানান অভিনেত্রী নিজেই।

পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে শেষপর্যন্ত চিৎকার করতে বাধ্য হন রুহানিকা। অবশেষে গাড়ি থামান সেই চালক। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন অভিনেত্রী এবং বাধ্য হয়ে মেট্রোয় চেপে বাড়িতে ফেরেন। মুম্বইয়ের রাস্তায় এমন ঘটনার মুখোমুখি হয়ে বিধ্বস্ত হয়ে পড়েন রুহানিকা। তাই প্রশ্ন তোলেন, “একজন ছাত্রী হিসাবে এই ঘটনা সত্যিই খুব ভয়ের। এই ঘটনা মেনে নেওয়া যায় না এবং খুবই বিপজ্জনক। গাড়িতে অন্তত মহিলাদের নিরাপদ বোধ করা উচিত। প্রতিদিন ক্যাবচালকদের উপর আমাদের নির্ভর করতে হয়।”

Advertisement
আরও পড়ুন