Karan Johar on Varun Dhawan

বরুণের ‘বাঁকা হাসি’ নিয়ে ব্যঙ্গ! অভিনেতার হয়ে কোন হুঁশিয়ারি দিলেন কর্ণ জোহর?

বরুণের অভিব্যক্তি নিয়ে প্রশ্ন ওঠে। দুঃখের দৃশ্যেও অভিনেতা নাকি মুখ বেঁকিয়ে হাসছেন— এই অভিযোগ আনেন অনেকে। এ বার সপাটে জবাব দিলেন কর্ণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ২০:৩৫
কর্ণ এ বার বরুণের পাশে।

কর্ণ এ বার বরুণের পাশে। ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্যের শিকার বরুণ ধবন। অভিনেতা নাকি মুখ বেঁকিয়ে হাসেন। এই অভিযোগে একের পর এক তির্যক মন্তব্য ধেয়ে এসেছে তাঁর দিকে। এ বার বরুণের হয়ে গলা তুললেন কর্ণ জোহর।

Advertisement

‘বর্ডার ২’ ছবিতে অভিনয় করেছেন বরুণ। ছবির একটি গান মুক্তি পাওয়ার পর থেকে কটাক্ষের মুখে পড়েন অভিনেতা। গানটি প্রশংসিত হলেও বরুণের অভিনয় নিয়ে সমালোচনা হয়। মূলত বরুণের অভিব্যক্তি নিয়ে প্রশ্ন ওঠে। দুঃখের দৃশ্যেও অভিনেতা নাকি মুখ বেঁকিয়ে হাসছেন— এই অভিযোগ আনেন অনেকে। এ বার সপাটে জবাব দিলেন কর্ণ।

বলিউড পরিচালক তথা প্রযোজক বলেন, “আপনারা একজন শিল্পীকে তাঁর হাসি নিয়ে ব্যঙ্গ করতেই পারেন। কিন্তু ছবিটা মুক্তি পাওয়ার পরে যখন প্রেক্ষাগৃহ ভরে উঠবে এবং দর্শকের নিখাদ ভালবাসা পাবে, তখন তিনি আপনাদের হেসে উড়িয়ে দেবেন।” কর্ণ মনে করেন, যে যা খুশি করতেই পারেন আজকাল। কিন্তু শেষপর্যন্ত সত্যেরই জয় হয়।

কিছু দিন আগে বরুণের একটি পোস্টে এক নেটাগরিক মন্তব্য করেন, “ভাই, আপনার অভিনয় নিয়ে লোকজন প্রশ্ন তুলছেন। আপনি এই নিয়ে কী বলবেন?” এর উত্তরে বরুণও খোঁচা দিয়ে লেখেন, “এই প্রশ্ন উঠেছে বলেই গানটা সফল হয়ে গেল। লোকজন উপভোগও করছেন। সবই ঈশ্বরের ইচ্ছা।” বরুণের সমর্থনে কথা বলেছিলেন ছবির প্রযোজক নিধি দত্তও। তিনি বলেছিলেন, “সমস্ত দেশদ্রোহীকে অভিনন্দন। এক অভিনেতা দেশাত্মবোধক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, আর তাঁকে এ ভাবে নীচে নামাচ্ছেন এই দেশদ্রোহীরা। এটা ভারতের ছবি। আশা করছি, দর্শক বুঝতে পারবেন এবং ওই লোকজনের মুখে ঝামা ঘষে দেবেন।”

Advertisement
আরও পড়ুন