Suniel Shetty on Ahan Shetty

পুত্রকে সেনা জওয়ানের উর্দিতে দেখে আবেগপ্রবণ সুনীল! অহানকে কোন দায়িত্ব দিলেন তিনি?

‘বর্ডার’ ছবি সাড়া ফেলেছিল বক্সঅফিসে। সেই ছবিতে সেনার ভূমিকায় অভিনয় করেছিলেন সুনীল শেট্টী। আর ‘বর্ডার ২’ ছবিতে অভিনয় করলেন তাঁর পুত্র অহান শেট্টী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৯:৩৫
অহান শেট্টীকে নিয়ে আবেগপ্রবণ সুনীল।

অহান শেট্টীকে নিয়ে আবেগপ্রবণ সুনীল। ছবি: সংগৃহীত।

মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষীত ছবি ‘বর্ডার ২’। ১৯৯৭ সালে ‘বর্ডার’ ছবি সাড়া ফেলেছিল বক্সঅফিসে। সেই ছবিতে ভারতীয় সেনার ভূমিকায় অভিনয় করেছিলেন সুনীল শেট্টী। আর ‘বর্ডার ২’ ছবিতে অভিনয় করলেন তাঁর পুত্র অহান শেট্টী। সেনার পোশাকে ছেলেকে দেখে কী মনে হল তাঁর?

Advertisement

এই ছবিতে অভিনয় করা খুব সহজ নয়। কাঁধে উঠে আসে বড় দায়িত্ব। পুত্রকে মনে করিয়ে দিয়েছেন সুনীল। তাই অহানকে তাঁর বাবার পরামর্শ, “আমরা যেন এই উর্দির আসল উদ্দেশ্য কখনও ভুলে না যাই।” পাশাপাশি ছেলেকে দেখে আবেগপ্রবণও হয়ে পড়েছেন তিনি।

ছেলের জন্য সুনীল লিখেছেন, “আজ তোমাকে বলি, ‘বর্ডার’ ছবিটা কখনওই আমার জন্য শুধু একটা ছবি ছিল না। শুটিং-এ ক্যামেরা বন্ধ হয়ে গেলেও এই ছবির অংশ হওয়ার দায়িত্ব আমার কাঁধে থাকত। এত বছর পরে, তোমাকে এই উর্দিতে দেখে মনে হচ্ছে যেন একটা বৃত্ত পূর্ণ হল। একে ঠিক নস্টালজিয়া বলা যায় না। নিয়মানুবর্তিতা, ত্যাগ, নীরবতা ও সাহসের কথা মনে করিয়ে দেয় এই ছবি।”

‘বর্ডার’ এবং ‘বর্ডার ২’ দুটি ছবি থেকেই বেশ কিছু মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন সুনীল। সেই সঙ্গে অভিনেতা লিখেছেন, “এই ছবি মহিমার কথা বলে না। এই ছবি যুদ্ধ নিয়েও নয়। এই ছবি মনে করিয়ে দেয়, দেশে কেন শান্তি বজায় থাকে। দেশের সীমান্ত মানে দেশের শেষপ্রান্ত নয়। দেশের সীমান্ত থেকে আসলে সাহসের সূচনা হয়। কিছু গল্প চোখে দেখা যায় না। সেই গল্পগুলো দেশের শিরদাঁড়ায় থেকে যায়।”

‘বর্ডার ২’-তে অহান ছাড়াও অভিনয় করেছেন সানি দেওল, বরুণ ধবন, দিলজিৎ দোসাঞ্জ।

Advertisement
আরও পড়ুন