প্রতীকী চিত্র।
একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (ডব্লিউবিএমএসসি)। সম্প্রতি এমন ঘোষণা করা হয়েছে কমিশনের ওয়েবসাইটে। জানানো হয়েছে, নিযুক্তদের কলকাতা পুরসভায় কাজ করতে হবে।
ডব্লিউবিএমএসসি-র তরফে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে। শূন্যপদ রয়েছে ৫৯টি। ২০১৯ সালের রোপা আইন মেনে ১৬ বেতনক্রম অনুযায়ী নিযুক্তদের মাসিক বেতন দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদে অনূর্ধ্ব ৩৬ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর্স বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন কম্পিউটার পরিচালনা সংক্রান্ত জ্ঞানও।
আগ্রহীদের কমিশনের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদনমূল্য বাবদ যথাক্রমে ৫০ টাকা এবং ২০০ টাকা জমা দিতে হবে। আগামী ৩১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং পার্সোন্যালিটি টেস্টের মাধ্যমে মূল্যায়ন করে কর্মী নিয়োগ করা হবে। যোগ্যতার বাকি মাপকাঠি বিস্তারিত জানতে কমিশনের ওয়েবসাইট দেখে নিতে হবে।