ডব্লিউবিএনইউজেএস। ছবি: সংগৃহীত।
রাজ্যের আইন শিক্ষা প্রতিষ্ঠানে দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস (ডব্লিউবিএনইউজেএস)-এ গবেষণাধর্মী কাজের সুযোগ। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থপুষ্ট প্রকল্পে কাজের সুযোগ মিলবে। আগ্রহীদের এ জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের জাস্টিস স্যার আশুতোষ মুখার্জি চেয়ারের জন্য একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। নিযুক্ত ব্যক্তিকে সংশ্লিষ্ট পদে এক বছর কাজ করতে হবে। এর পর নিযুক্ত ব্যক্তির কাজের ভিত্তিতে এই মেয়াদ পরবর্তীকালে বাড়ানো হতে পারে। তাঁকে সাম্মানিক বাবদ মাসে ২৫,০০০ টাকা দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য বয়ঃসীমার উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। তবে জানানো হয়েছে, আইন নিয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। এ ছাড়াও পিএইচডি বা গবেষণার কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীরা এ জন্য জীবনপঞ্জি-সহ বাকি নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে পারবেন। আগামী ৫ জানুয়ারি আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।