SSC Exams 2025

শুক্রবার থেকে শুরু সিজিএলই, দু’টি কেন্দ্রে পরীক্ষা বাতিল করল এসএসসি

স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) তরফে কেন পরীক্ষা বাতিল করা হল, তা স্পষ্ট নয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৭

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ইন্টালিজেন্স ব্যুরো কিংবা রেল মন্ত্রকে চাকরির পরীক্ষা শুরু হয়েছে শুক্রবার থেকে। স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) তরফে গ্রুপ বি এবং গ্রুপ সি বিভাগের ১৪,৫৮২ পদে নিয়োগ করা হবে উত্তীর্ণদের। সেই পরীক্ষাই ফের বাতিল করল কমিশন। এর আগে যান্ত্রিক গোলযোগ, প্রযুক্তিগত সমস্যার কারণে তিনবার পরীক্ষার আয়োজন বাতিল হয়েছে। জানা গিয়েছে, এ বার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে মোট দু’টি কেন্দ্রে ১২ সেপ্টেম্বরের পরীক্ষা বাতিল করা হয়েছে।

Advertisement

কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ঝাড়খণ্ডের কেন্দ্রে প্রথম শিফটে ৬৬ জন পরীক্ষা দিতে পারেনি বলে সমস্ত শিফটের পরীক্ষাই অন্য দিনে নেওয়া হবে। তবে, এই রাজ্যের পরীক্ষা কেন বাতিল হল, তা ওই বিবৃতিতে স্পষ্ট করেনি এসএসসি।

১২ সেপ্টেম্বর থেকে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগজ়ামিনেশন (সিজিএলই) শুরু হয়েছে। ২৮ লক্ষের বেশি কম্পিউটার বেসড এগজ়ামিনেশন দেবেন। এ বারই প্রথম এই পরীক্ষায় ল্যাপটপ নিয়ে বসার অনুমোদন পেয়েছেন কলকাতার বেশ কয়েকটি বাছাই করা কেন্দ্রের পরীক্ষার্থীরা। কমিশন জানিয়েছে, সিজিএলই-র মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা যাতে একটি শিফটেই শেষ করা যেতে পারে, তার জন্যই এই অনুমতি দেওয়া হয়েছে।

তবে, কমিশন আরও একবার পরীক্ষার হলে টোকাটুকি করলে কী হতে পারে, তা মনে করিয়ে দিয়েছে। ‘পাবলিক এগজ়ামিনেশন (প্রিভেনশনস অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪’ অনুযায়ী, হলে বসে উত্তর নিয়ে আলোচনা করলে পরীক্ষা বাতিল করা হবে। এ ছাড়াও প্রতিটি কেন্দ্রে ভুয়ো পরীক্ষার্থীদের চিহ্নিত করতে বায়োমেটিক সিকিয়োরিটির ব্যবস্থা থাকছে। বসেছে এআই অ্যানালিটিক্সও, যাতে কোনও ভাবে প্রশ্ন ফাঁস করতে না পারে।

Advertisement
আরও পড়ুন