SSC 2025 Examinations Schedule

প্রযুক্তিগত ত্রুটি, এসএসসি সুযোগ দেবে ফের পরীক্ষায় বসার! বদলাবে সিজিএলই-র সূচিও, কবে পরীক্ষা?

২০২৫-এর সিলেকশন পোস্টে নিয়োগের পরীক্ষায় প্রযুক্তিগত সমস্যা হয়েছে, এমনটাই জানিয়েছে স্টাফ সিলেকশন কমিশন। এরই সঙ্গে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগজ়াম (সিজিএলই)-এর দিনক্ষণও বদলের সিদ্বান্ত নিয়েছে কমিশন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১৭:২৫
The Staff Selection Commission (SSC) has decided to postpone the recruitment examination for selection posts and the CGLE exam.

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)-এর তরফে সিলেকশন পোস্টে নিয়োগ পরীক্ষা এবং সিজিএলই-এর দিন ক্ষণ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ছবি: সংগৃহীত।

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)-এর তরফে সিলেকশন পোস্টে নিয়োগ পরীক্ষা এবং সিজিএলই-এর দিন ক্ষণ পিছিয়ে দেওয়া হল। কমিশনের তরফে জানানো হয়েছে ২৪ জুলাই থেকে ১ অগস্ট পর্যন্ত আয়োজিত এই পরীক্ষায় বেশ কিছু পরীক্ষার্থীর ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। প্রযুক্তিগত কারণেই পরীক্ষার দিন ক্ষণ বদলানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

Advertisement

কী সমস্যা হয়েছিল?

২০২৫-এর সিলেকশন পোস্টে নিয়োগের পরীক্ষায় ২৪ জুলাই থেকে ১ অগস্ট পর্যন্ত মোট ৫ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। তাঁদের আধার কার্ডের তথ্য যাচাই করেই পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে, যা এসএসসি-র নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে বাধ্যতামূলক। যান্ত্রিক গোলযোগ, প্রযুক্তিগত সমস্যার কারণে পরীক্ষার্থীদের ২ অগস্টে নতুন করে তিনটি শিফটে পরীক্ষা নেওয়া হয়। কিন্তু তাতে মাত্র ৮,০০০ পরীক্ষার্থী উপস্থিত হয়েছিলেন। তবে, ওই দিনই কমিশন আরও ৫৫ হাজার পরীক্ষার্থীকে চিহ্নিত করেছে, যাঁদের পরীক্ষা কোনও কারণে সম্পূর্ণ হয়নি।

কমিশনের সিদ্বান্ত:

কমিশন ওই ৫৫ হাজার পরীক্ষার্থীকে আরও একবার পরীক্ষায় বসার সুযোগ দেবে। তাঁরা ২৯ অগস্ট ফের পরীক্ষা দিতে পারবেন। ২৬ অগস্ট থেকে অ্যাডমিশন সার্টিফিকেট দেওয়া হবে। পরীক্ষার্থীরা ই-মেল মারফত পরীক্ষাকেন্দ্র সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন।

আর কোন পরীক্ষার দিন বদলানো হল?

১৩ অগস্ট কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগজ়াম (সিজিএলই)-এর পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছিল। তবে, ওই পরীক্ষা সেপ্টেম্বরের মাসের প্রথম সপ্তাহে নেওয়া হবে।

রেজিস্ট্রেশনের সুযোগ:

চলতি বছরে এসএসসি-র সমস্ত পরীক্ষায় ওয়ান টাইম রেজিস্ট্রেশন (ওটিআর)-এর মাধ্যমে নাম নথিভুক্তকরণের সুযোগ রয়েছে। ১৪ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত ওই ব্যবস্থা অনলাইনে চালু থাকবে। তবে সেপ্টেম্বরের পর থেকে সমস্ত পরীক্ষার রেজিস্ট্রেশন ওই সময়ের মধ্যেই সম্পূর্ণ করতে হবে।

Advertisement
আরও পড়ুন