Jobs after Graduation

৫০০-র বেশি পদে কর্মখালি, স্নাতকদের সুযোগ দেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা, আবেদনের শর্তাবলি কী?

অফিসার পদে নিযুক্তদের জন্য সর্বাধিক ১০ বছরের চুক্তিতে কাজের সুযোগ থাকছে। তবে, এর জন্য প্রিলিমিনারি এবং মেনস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১৭:০৩
The New India Assurance Company Ltd.

দ্য নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি লিমিটেড। ছবি: সংগৃহীত।

৫০০-র বেশি পদে বিভিন্ন বিষয়ে স্নাতকদের প্রয়োজন। দ্য নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি লিমিটেডের তরফে তাঁদের অফিসার পদে নিয়োগ করা হবে। প্রার্থীদের আবেদনের জন্য বিশেষ শর্তপূরণ করা আবশ্যক। সেই সম্পর্কে বিশদ তথ্য দেওয়া হয়েছে।

Advertisement

কোন কোন পদে নিয়োগ করা হবে?

রিস্ক ইঞ্জিনিয়ারস, লিগ্যাল স্পেশালিস্টস, অটোমোবাইল ইঞ্জিনিয়ারস, অ্যাসিস্ট্যান্ট অফিসার (হেলথ), আইটি স্পেশালিস্টস, বিজ়নেস অ্যানালিস্টস, অ্যাকাউন্টস স্পেশালিস্ট, কোম্পানি সেক্রেটারি এবং অ্যাকচুয়ারিয়াল স্পেশালিস্টস বিভাগে অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৫৫০।

কারা আবেদন করতে পারবেন?

  • ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আইন, বিজ্ঞান শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা রিস্ক ইঞ্জিনিয়ারস, লিগ্যাল স্পেশালিস্টস, অটোমোবাইল ইঞ্জিনিয়ারস, আইটি স্পেশালিস্টস, বিজ়নেস অ্যানালিস্টস, অ্যাকচুয়ারিয়াল স্পেশালিস্টস পদে আবেদনের সুযোগ পাবেন।
  • অ্যাসিস্ট্যান্ট অফিসার (হেলথ) বিভাগে আবেদনকারীদের ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রির সঙ্গে ডক্টর অফ মেডিসিন (এমডি) কিংবা মাস্টার অফ সায়েন্স (এমএস) ডিগ্রি থাকা আবশ্যক।
  • অ্যাকাউন্টস স্পেশালিস্ট হিসাবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) কিংবা সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টরা (সিএমএ) আবেদনের সুযোগ পাবেন।
  • এর পাশাপাশি, শর্তসাপেক্ষে কেন্দ্র/রাজ্য কিংবা সরকার অধিগৃহীত সংস্থা থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদেরও কাজের সুযোগ দেওয়া হবে।

বেতন:

পদের নিরিখে মাসে ৫০ হাজার ৯২৫ টাকা বেতন দেওয়া হবে।

কী ভাবে নিয়োগ করা হবে?

প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি এবং মেনস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে বাছাই করা হবে। এ ক্ষেত্রে অনলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে।

পরীক্ষা কেন্দ্র:

পশ্চিমবঙ্গের কলকাতা, আসানসোল, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, দুর্গাপুর, হাওড়া-সহ দেশের ৩৪টি রাজ্যের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

কী ভাবে আবেদন করা যাবে?

  • প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য প্রথমে তাঁদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (newindia.co.in) গিয়ে নাম নথিভুক্ত করতে হবে।
  • এর পর সংশ্লিষ্ট পোর্টাল মারফত আবেদনপত্র, জীবনপঞ্জি, শংসাপত্র-সহ সমস্ত নথি আপলোড করা যাবে। কর্ম অভিজ্ঞতার মতো আনুষঙ্গিক নথি পেশ না করা হলে আবেদন প্রক্রিয়া অসম্পূর্ণ হিসাবে বিবেচিত হবে।
  • আবেদনমূল্য হিসাবে ৮০০ টাকা ধার্য করা হয়েছে।
  • আবেদনের শেষ দিন ৩০ অগস্ট।
  • পরীক্ষা ১৪ এবং ২৯ সেপ্টেম্বর নেওয়া হবে।
Advertisement
আরও পড়ুন