IIT Kharagpur Recruitment 2025

৬জি নেটওয়ার্ক নিয়ে গবেষণার সুযোগ! গবেষক খুঁজছে আইআইটি খড়্গপুর, কোন বিভাগে চলছে কাজ?

একটি বেসরকারি সংস্থার অর্থপুষ্ট প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলোশিপ হিসাবে গবেষণার কাজ করতে হবে। ওই কাজের জন্য স্নাতকরা আবেদনের সুযোগ পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১৩:৪৯
Indian Institute of Technology, Kharagpur.

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। ছবি: সংগৃহীত।

৬জি নেটওয়ার্ক সংক্রান্ত বিষয়ে গবেষণা করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) , খড়্গপুর। প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে ওই প্রকল্পে কাজ করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। ওই প্রকল্পে একটি বেসরকারি সংস্থা আর্থিক অনুদান দেবে।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের বৈধ গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক।

গেট বাদে অন্য কোন পরীক্ষায় উত্তীর্ণরা সুযোগ পাবেন?

ইউজিসি বা সিএসআইআর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), আইআইএসইআর অ্যাপটিটিউড টেস্ট (আইএটি), ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ-অল ইন্ডিয়া এন্ট্রান্স এগজ়ামিনেশন ফর অ্যাডমিশন (আইসিএআর-এইআইইইএ), ইন্ডিয়ান কাউন্সিল অফ মে়ডিক্যাল রিসার্চ জুনিয়র রিসার্চ ফেলো (আইসিএমআর - জেআরএফ) -এর মতো পরীক্ষায় উত্তীর্ণরাও উল্লিখিত পদে কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন।

বয়স, পারিশ্রমিক এবং চুক্তির মেয়াদ:

  • ফেলোশিপ হিসাবে প্রতি মাসে নিযুক্ত ব্যক্তির জন্য ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
  • নিযুক্তকে মোট ২৪ মাস অর্থাৎ দু’বছরের চুক্তিতে কাজে বহাল রাখা হবে।
  • এ ক্ষেত্রে আবেদনকারীদের ৬জি নেটওয়ার্ক সংক্রান্ত বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
  • বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
  • আগ্রহী প্রার্থীদের আবেদন অনলাইনে গ্রহণ করা হবে।
  • অনলাইনে পোর্টাল মারফত আবেদনের শেষ দিন ২৬ অগস্ট।

আইআইটি, খড়্গপুরের ওয়েবসাইট (www.iitkgp.ac.in) মারফতই আবেদন গ্রহণ করা হবে। আবেদনের ফি নির্দিষ্ট ব্যাঙ্ক মারফত পাঠানো আবশ্যক।

Advertisement
আরও পড়ুন