CNCI Recruitment 2025

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এ ওটি টেকনিশিয়ান পদে কাজের সুযোগ, কারা যোগ্য?

হাসপাতালের অপারেশন থিয়েটারে অ্যানাস্থেশিয়ার কাজে দক্ষ ব্যক্তিকে নিয়োগ করা হবে। এই কাজের জন্য একজন ব্যক্তি প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১৮:১৭
Chittaranjan National Cancer Institute.

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে কর্মখালি। স্নাতকেরা সংশ্লিষ্ট পদে আবেদনের সুযোগ পাবেন। হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) টেকনিশিয়ান পদে কর্মী প্রয়োজন। তাই উল্লিখিত পদে আবেদনকারীদের নির্দিষ্ট কিছু শর্ত অনুযায়ী আবেদন জমা দিতে হবে।

Advertisement

কারা আবেদনের সুযোগ পাবেন?

ওটি টেকনিশিয়ান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্থাৎ ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদন এ ক্ষেত্রে গ্রহণ করা হবে। সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে। অ্যানাস্থেশিয়ার কাজে দক্ষতা থাকা আবশ্যক। ন্যূনতম দু’বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

তবে, রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি-এর মতো বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরাও উল্লিখিত পদে কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে কোনও হাসপাতালে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।

বয়স, পারিশ্রমিক:

  • নিযুক্ত ব্যক্তির বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
  • পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ২৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

চুক্তির মেয়াদ:

  • মোট এক বছরের চুক্তিতে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে।
  • কাজের চাহিদা অনুযায়ী, ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

  • চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের ওয়েবসাইটে (cnci.ac.in) দেওয়া ফর্মটি পূরণ করে তা ই-মেল মারফত পাঠাতে হবে।
  • ই-মেল মারফত আবেদনের শেষ দিন ১৫ অগস্ট।
  • এ ছাড়াও ওই ফর্ম পূরণ করে ডাকযোগে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের রাজারহাটের ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।

কী ভাবে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে, তা তাঁদের জানিয়ে দেওয়া হবে। এই বিষয়ে আর কোনও তথ্য জানতে চাইলে ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন