Principal Recruitment 2025

রাজ্যের পর্যটন বিভাগ অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ প্রয়োজন, কোন অভিজ্ঞতা থাকলে পাবেন আবেদনের সুযোগ?

হোটেল ম্যানেজমেন্ট, হোটেল অ্যাডমিনিস্ট্রেশন কিংবা সমতুল বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১৫:৪৯
The State Tourism Department will appoint the principal of the State Institute of Hotel Management in Durgapur.

দুর্গাপুরের স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের অধ্যক্ষ নিয়োগ করবে রাজ্য পর্যটন বিভাগ। ছবি: সংগৃহীত।

রাজ্যের পর্যটন বিভাগে কর্মখালি। ওই বিভাগের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ পদে কর্মী নিয়োগ করা হবে। দুর্গাপুরের স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের অধ্যক্ষ হিসাবে নিযুক্তকে এক বছরের প্রবেশনে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পর্যটন বিভাগ।

Advertisement

কারা আবেদন করবেন?

সংশ্লিষ্ট পদে হোটেল ম্যানেজমেন্ট, হোটেল অ্যাডমিনিস্ট্রেশন কিংবা সমতুল বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তবে, তাঁদের ২০ বছরের কাজের অভিজ্ঞতা বিশেষত শিক্ষকতার অভিজ্ঞতা থাকা আবশ্যক।

অভিজ্ঞতা:

তবে, পর্যটন ক্ষেত্রে এগজ়িকিউটিভ হিসাবে অন্তত ১৭ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে এবং তিন বছর কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন। যদিও এ ক্ষেত্রে তাঁদের ট্যুরিজ়ম, ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হতে হবে।

বেতন ও বয়স:

নিযুক্তদের বয়স ৫৩ বছরের মধ্যে হওয়া আবশ্যক। তাঁকে প্রতি মাসে ১,২৩,১০০-২,১৫,৯০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক দেওয়া হবে। প্রাথমিক ভাবে এক বছরের প্রবেশনে থাকতে হলেও, ৬০ বছর বয়স পর্যন্ত ওই পদে কাজের সুযোগ থাকছে।

আবেদনের শর্তাবলি:

আগ্রহীদের ডাকযোগে কিংবা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১১ অগস্ট। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠানো আবশ্যক। এই বিষয়ে আরও জানতে রাজ্যের পর্যটন বিভাগের ওয়েবসাইট (wbtourism.gov.in) থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন