কর্মচারী রাজ্য বিমা নিগম (ইএসআইসি), জোকা। ছবি: সংগৃহীত।
ইএসআইসি, জোকার ক্লিনিক্যাল এবং নন-ক্লিনিক্যাল বিভাগে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। ওই দু’টি বিভাগে জুনিয়র রেসিডেন্ট এবং টিউটর ডেমনস্ট্রেটর হিসাবে মোট ১৪ জনকে প্রয়োজন।
কারা আবেদন করতে পারবেন?
উল্লিখিত কাজের জন্য ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। তাঁদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়াতে নাম নথিভুক্ত থাকা প্রয়োজন। এ ছাড়াও এক বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স:
উল্লিখিত পদে আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
চুক্তির মেয়াদ:
মোট এক বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে।
বেতন:
৫৬ হাজার ১০০ টাকা প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। এ ছাড়াও আরও সুযোগ সুবিধে নিযুক্তদের দেওয়া হবে।
কী ভাবে যোগ্যতা যাচাই?
৭ অগস্ট সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য তাঁদের ইএসআইসি, জোকার হাসপাতালে উপস্থিত থাকতে হবে। হাসপাতালে ইন্টারভিউয়ের সময় কী কী নথি সঙ্গে রাখা দরকার, সেই বিষয়টি প্রতিষ্ঠানের ওয়েবসাইট (esic.gov.in) থেকে দেখে নিতে পারেন।