Supreme Court Recruitment 2025

শর্টহ্যান্ডে দক্ষ, অভিজ্ঞতা রয়েছে স্টেনোগ্রাফির! আর কোন যোগ্যতা থাকলে কাজ মিলবে সুপ্রিম কোর্টে?

সুপ্রিম কোর্টের কোর্ট মাস্টার ক্যাডার (শর্টহ্যান্ড) হিসাবে ৩০ জনকে নিয়োগ করা হবে। তাঁদের শর্টহ্যান্ডে দক্ষতা এবং স্টেনোগ্রাফির পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ১২:৫৫
Supreme Court of India.

সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত।

স্নাতকদের কাজের সুযোগ দেবে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের কোর্ট মাস্টার ক্যাডার (শর্টহ্যান্ড) হিসাবে এমন ৩০ জনকে নিয়োগ করা হবে। তবে, এই কাজের জন্য থাকা চাই বিশেষ অভিজ্ঞতা।

Advertisement

সেগুলি কী?

  • ১) শর্টহ্যান্ডে দক্ষ হওয়া আবশ্যক। প্রতি মিনিটে ১২০টি ইংরেজি অক্ষর লেখার দক্ষতা থাকতে হবে।
  • ২) টাইপিংয়ের ক্ষেত্রেও সমান ভাবে দক্ষ হতে হবে। কম্পিউটার প্রতি মিনিটে ৪০টি ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা থাকা প্রয়োজন।
  • ৩) যে কোনও বিষয়ে স্নাতক হওয়া দরকার। তবে, তা স্বীকৃত বিশ্ববিদ্যালয় অনুমোদিত হতে হবে। এ ক্ষেত্রে ব্যাচেলর ইন জেনারেল ল (বিজিএল) কিংবা এলএলবি ডিগ্রিপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন, যদি কাজের পূর্ব অভিজ্ঞতা এবং উল্লিখিত দক্ষতা থাকে।
  • ৪) অন্তত পাঁচ বছর সিনিয়র স্টেনোগ্রাফার, প্রাইভেট সেক্রেটারি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে সরকারি, সরকারপোষিত কিংবা পাবলিক সেক্টর আন্ডারটেকিং (পিএসইউ) সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
  • ৫) প্রার্থীদের বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

কী ভাবে যোগ্যতা যাচাই?

শর্টহ্যান্ড টেস্ট (ইংরেজি ভাষায়), লিখিত পরীক্ষা (অবজেক্টিভ টাইপ), টাইপিং টেস্ট (কম্পিউটার) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

কোথায় হবে পরীক্ষা?

কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে শর্টহ্যান্ড টেস্ট (ইংরেজি ভাষায়), লিখিত পরীক্ষা (অবজেক্টিভ টাইপ) নেওয়া হবে। তবে, দিল্লিতে টাইপিং টেস্ট (কম্পিউটার) এবং ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে।

কী ভাবে আবেদন জমা দিতে হবে?

অনলাইন পোর্টাল মারফত আবেদন জমা দিতে পারবেন। আবেদনের পাশাপাশি, অ্যাপ্লিকেশন তথা টেস্ট ফি হিসাবে ১,৫০০ টাকা ধার্য করা হয়েছে। সেই অর্থও অনলাইনে জমা দিতে হবে।

আবেদনের দিনক্ষণ:

উল্লিখিত পদে আবেদন পাঠানোর শেষ দিন সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তবে, শীঘ্রই এই তথ্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইট (sci.gov.in)-এ জানিয়ে দেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন