IAF Recruitment 2025

দ্বাদশ উত্তীর্ণেরাও হতে পারবেন ‘এয়ারম্যান’! ভারতীয় বায়ুসেনা দিচ্ছে আবেদনের সুযোগ, বেতন কত?

রাজ্যের ব্যারাকপুর এয়ার ফোর্স স্টেশনে সরাসরি পরীক্ষা নিয়ে ‘এয়ারম্যান’দের বেছে নেওয়া হবে। এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীদেরই নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১৬:৩১
Those who have passed 12th in any science subject can get the opportunity to become \\\\\\\'Airmen\\\\\\\'.

বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে দ্বাদশ উত্তীর্ণেরা ‘এয়ারম্যান’ হওয়ার সুযোগ পেতে পারেন। ছবি: সংগৃহীত।

বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে দ্বাদশ উত্তীর্ণেরা ‘এয়ারম্যান’ হওয়ার সুযোগ পেতে পারেন। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ‘ওয়াই’ মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেডের অধীনে ওই পদে নিয়োগ করা হয়। সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য রিক্রুটমেন্ট র‌্যালির (বিশেষ পরীক্ষা) ব্যবস্থা করেছে ভারতীয় বায়ুসেনা।

Advertisement

‘এয়ারম্যান’-দের কাজ কী?

ভারতীয় বায়ুসেনায় উল্লিখিত পদে নিযুক্তদের সাধারণত বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাপনার রক্ষণাবেক্ষণের কাজ করতে হয়। তবে, গ্রুপ ‘ওয়াই’ মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেডের অধীনে নিযুক্ত ‘এয়ারম্যান’দের নার্সিং, প্রাথমিক চিকিৎসা, হাসপাতালে ওষুধের দোকান এবং ওয়ার্ডের রক্ষণাবেক্ষণে দায়িত্ব সামলাতে হয়।

কারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন?

পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, ইংরেজি বিষয়ে দ্বাদশ উত্তীর্ণদের পাশাপাশি, ফার্মাসি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, তাঁরাও পরীক্ষা দিতে আসতে পারবেন।

কোথায়, কবে পরীক্ষা নেওয়া হবে?

  • উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের এয়ার ফোর্স স্টেশনে ২৭ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।
  • ২৭ থেকে ৩১ অগস্ট পর্যন্ত দ্বাদশ উত্তীর্ণদের এবং ফার্মাসিতে স্নাতক ডিগ্রি /ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের পরীক্ষা চলবে। আগ্রহীদের উচ্চতা ১৫২ সেমি হওয়া আবশ্যক।

বেতন:

  • প্রাথমিক পর্যায়ে নিয়োগের পর কিছুটা সময় প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের সময় ভাতা হিসাবে ১৪,৬০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
  • প্রশিক্ষণ শেষে মিলিটারি সার্ভিস পে অনুযায়ী, ২৬,৯০০ টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে।
Advertisement
আরও পড়ুন