বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে দ্বাদশ উত্তীর্ণেরা ‘এয়ারম্যান’ হওয়ার সুযোগ পেতে পারেন। ছবি: সংগৃহীত।
বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে দ্বাদশ উত্তীর্ণেরা ‘এয়ারম্যান’ হওয়ার সুযোগ পেতে পারেন। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ‘ওয়াই’ মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেডের অধীনে ওই পদে নিয়োগ করা হয়। সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য রিক্রুটমেন্ট র্যালির (বিশেষ পরীক্ষা) ব্যবস্থা করেছে ভারতীয় বায়ুসেনা।
‘এয়ারম্যান’-দের কাজ কী?
ভারতীয় বায়ুসেনায় উল্লিখিত পদে নিযুক্তদের সাধারণত বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাপনার রক্ষণাবেক্ষণের কাজ করতে হয়। তবে, গ্রুপ ‘ওয়াই’ মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেডের অধীনে নিযুক্ত ‘এয়ারম্যান’দের নার্সিং, প্রাথমিক চিকিৎসা, হাসপাতালে ওষুধের দোকান এবং ওয়ার্ডের রক্ষণাবেক্ষণে দায়িত্ব সামলাতে হয়।
কারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন?
পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, ইংরেজি বিষয়ে দ্বাদশ উত্তীর্ণদের পাশাপাশি, ফার্মাসি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, তাঁরাও পরীক্ষা দিতে আসতে পারবেন।
কোথায়, কবে পরীক্ষা নেওয়া হবে?
বেতন: