— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ইঞ্জিনিয়ারিং শাখায় উচ্চশিক্ষিতদের তরুণ পেশাদার হিসাবে নিয়োগ করবে কেন্দ্রীয় স্টিল মন্ত্রক অধীনস্থ স্টিল রিসার্চ অ্যান্ড টেকনোলজি মিশন অফ ইন্ডিয়া। ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি শাখায় উচ্চশিক্ষিতদের নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।
নয়া দিল্লির দফতরে নিযুক্তদের কাজ চলবে। তাঁদের ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হতে হবে। পাশাপাশি, জলবায়ু পরিবর্তন, সুস্থায়ী উন্নয়ন, ডিজিটাইজ়েশন, মাইনিং সংক্রান্ত কাজে অন্তত দু’বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
সংশ্লিষ্ট কাজে নিযুক্তদের প্রতি মাসে ৮০,০০০ টাকা থেকে ১,২০,০০০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। মোট পাঁচ বছর পর্যন্ত চুক্তির ভিত্তিতে তাঁদের কাজ চলবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৩ জানুয়ারি। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। নিযুক্তদের জয়েনিং-এর পর তিন দিন প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর তাঁদের তরুণ পেশাদার হিসাবে কাজ শুরু হতে চলেছে।