Kolkata Internship 2025

ইন্টার্ন নিয়োগ করবে বসু বিজ্ঞান মন্দির, আবেদনের শর্তাবলি কী?

অনলাইনে আগ্রহীরা আবেদনের সুযোগ পাবেন। প্রশিক্ষণ চলবে ১২ সপ্তাহ পর্যন্ত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ১৮:২৪
Bose Institute.

বসু বিজ্ঞান মন্দির। ছবি: সংগৃহীত।

বসু বিজ্ঞান মন্দিরে (বোস ইনস্টিটিউট) ইন্টার্ন প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ এপ্রিল থেকে সামার ইন্টার্নশিপ প্রোগ্রামের অধীনে স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

মোট ১২ সপ্তাহের মধ্যে প্রশিক্ষণ সম্পূর্ণ হবে। এ ক্ষেত্রে ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগে পাঠরত পড়ুয়ারা এই প্রশিক্ষণ নিতে পারবেন। মোট আসন সংখ্যা ৪০।

তবে যাঁরা স্নাতক স্তরের অন্তিম বর্ষে পাঠরত রয়েছেন, তাঁরা সংশ্লিষ্ট ইন্টার্নশিপে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। উভয় ক্ষেত্রেই আবেদনকারীদের প্রতিষ্ঠানের রেজিস্ট্রার বা ডিনের সুপারিশপত্র-সহ আবেদন পাঠাতে হবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন জানানো সুযোগ পাবেন। ২০ মার্চ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনের জন্য কী কী নথি জমা দিতে হবে, সেই সম্পর্কে আরও জানতে বসু বিজ্ঞান মন্দিরের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন