Special Intensive Revision

অসুস্থ ও বয়স্কদের ক্ষেত্রে বিধি কী, প্রশ্ন কমিশনকে

জানা গিয়েছে, এক-দু’দিনের মধ্যে শুনানির বিজ্ঞপ্তি প্রকাশ পাবে। তার পরে সাত দিন সময় থাকবে প্রস্তুতি এবং প্রশিক্ষণের‍ জন‍্য। তার পরের ধাপে নোটিস পাবেন নির্ধারিত ভোটারেরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ০৬:১০

—প্রতীকী চিত্র।

এসআইআরের প্রথম পর্বের কাজ শেষ হয়েছে মঙ্গলবার। এ বার শুনানি পর্ব শুরু হবে। প্রশ্ন উঠছে, বয়স্ক, অসুস্থ বা বিশেষ ভাবে সক্ষম মানুষেরা কি শুনানি কেন্দ্রে গিয়ে হাজিরা দিতে পারবেন? সিইও দফতর জানিয়েছে, এই সব বিষয়ে বিধি জানতে চাওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে। চূড়ান্ত সিদ্ধান্ত পেলে বলা হবে।

জানা গিয়েছে, এক-দু’দিনের মধ্যে শুনানির বিজ্ঞপ্তি প্রকাশ পাবে। তার পরে সাত দিন সময় থাকবে প্রস্তুতি এবং প্রশিক্ষণের‍ জন‍্য। তার পরের ধাপে নোটিস পাবেন নির্ধারিত ভোটারেরা। জেলাশাসক, এসডিও, বিডিও অফিস এবং তার কাছে থাকা সরকারি অন‍্য অফিসগুলিতে এই শুনানি করা হবে। কিন্তু বৃদ্ধ, অসুস্থ, বিশেষ ভাবে সক্ষমরা যদি শুনানি কেন্দ্র পর্যন্ত পৌঁছতে না পারেন, তবে কী পথ খোলা রয়েছে? অনলাইনে কি থাকবে শুনানির সুবিধা? বা শুনানির দিন কেউ হাজির হতে না পারলে কি পরবর্তী তারিখ মিলবে? সিইও অফিস জানাচ্ছে, এই সব বিষয়ই প্রস্তাব আকারে পাঠানো হয়েছে কমিশনের কাছে। তারা যা স্থির করে দেবে, সেই অনুযায়ী প্রস্তুতি এবং প্রশিক্ষণ হবে। কমিশন যখন ৮৫ বছরের ঊর্ধ্বে থাকা ভোটারদের বাড়ি গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা করেছে, তখন এই বিষয়গুলিও নিশ্চয়ই তারা বিবেচনা করবে বলে জানাচ্ছে সিইও কার্যালয়। শুনানির বিজ্ঞপ্তি প্রকাশের পরে বিএলও-রা সেই নোটিস সংশ্লিষ্ট ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। তবে যে প্রায় ৩০ লক্ষ ভোটারের নামের ২০০২ সালের এসআইআর তালিকার সঙ্গে মিল নেই কোনও ভাবে, তাঁরা ডাক পাবেন। আবার গরমিলের আওতায় থাকা প্রায় ১.৩৬ কোটি ভোটারের একাংশ পেতে পারেন ডাক।

আরও পড়ুন