ED Raids In Bengal

সাতসকালে রিষড়ায় গৃহস্থের বাড়িতে ইডি হানা! অবৈধ লেনদেনের তদন্তে তল্লাশি কেন্দ্রীয় আধিকারিকদের

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে তিনটি গাড়িতে ছয় সিআইএসএফ কর্মী নিয়ে মোট পাঁচ ইডি আধিকারিক ওই বাড়িতে ঢোকেন। সকাল ১০টা পর্যন্ত বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১০:০৭
ED Raid In Hooghly

—প্রতিনিধিত্বমূলক ছবি।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হানা হুগলির রিষড়ায়।

Advertisement

বুধবার সাতসকালে রিষড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ড এলাকার ১৭ নম্বর লক্ষ্মী পল্লি থার্ড লেনের একটি বাড়িতে তল্লাশি অভিযান করে ইডি। বিশেষ সূত্রে খবর, ওই এলাকার একটি বাড়ি হুন্ডি বা হাওয়ালার মাধ্যমে আর্থিক লেনদেন সংক্রান্ত একটি মামলায় ওই অভিযান।১৭ নম্বর লক্ষ্মী পল্লি থার্ড লেনে যে বাড়িতে তদন্তকারীরা গিয়েছেন, সেখানকার বাসিন্দা জনৈক কৈলাশকুমার বর্মা হুন্ডি কারবারি বলে স্থানীয় সূত্রে খবর।

কৈলাশের দুই পুত্র। এলাকাবাসীরা জানাচ্ছেন, ওই পরিবারের কোনও সদস্য পাড়ায় কারও সঙ্গে তেমন মেলামেশা করেন না। তাই তাঁদের পেশা বা কারবার সম্পর্কে বিশেষ কিছু জানেন না কেউ। তবে কেউ কেউ শুনেছেন যে হুন্ডি কারবারের সঙ্গে যুক্ত।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে তিনটি গাড়িতে ছয় সিআইএসএফ জওয়ানকে নিয়ে মোট পাঁচ ইডি আধিকারিক ওই বাড়িতে ঢোকেন। সকাল ১০টা পর্যন্ত বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘‘ওই পরিবারের লোকজন ভীষণ আত্মকেন্দ্রিক। চায়ের দোকানে মাঝেমধ্যে দেখা হয়। তবে বিশেষ কথাবার্তা বলেন না। দীর্ঘ দিন ধরেই রিষড়ার লক্ষ্মী পল্লি এলাকায় বসবাস করেন ওঁরা।’’

Advertisement
আরও পড়ুন