Govt Jobs for Engineer 2025

শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর খুঁজছে ইঞ্জিনিয়ার, কোন শর্তে মিলতে পারে আবেদনের সুযোগ?

লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৬
Shyama Prasad Mukherjee will appoint a port engineer.

শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর ইঞ্জিনিয়ার নিয়োগ করবে। ছবি: সংগৃহীত।

শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ড্রাফট্সম্যান নিয়োগ করা হবে। ওই কাজের জন্য ইঞ্জিনিয়ারেরা আবেদনের সুযোগ পাবেন। শূন্যপদ একের বেশি হতে পারে।

Advertisement

সার্ভে ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। তবে, সেনাবাহিনী বা নৌসেনায় হাইড্রোগ্রাফিক বা টোপোগ্রাফিক সার্ভের কাজ করেছে, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন। উভয় ক্ষেত্রে হাইড্রোগ্রাফি নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। তাঁদের লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করবে বিশেষজ্ঞ কমিটি। নিযুক্তেরা কত টাকা বেতন পাবেন, সেই তথ্য অবশ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি।

আগ্রহীদের সিল করা খামে আবেদনপত্র জমা দিতে হবে। এ ক্ষেত্রে আবেদনপত্র পাঠাতে হবে ডাকযোগে। আবেদনের শেষ দিন ১০ অক্টোবর। এই বিষয়ে আরও তথ্য জানতে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের ওয়েবসাইটটি (smp.smportkolkata.in) দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন