প্রতীকী ছবি।
বাঁকুড়া জেলা পরিষদের তরফে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি জেলা প্রশাসনিক ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট’-এর তরফে এই নিয়োগ। শূন্যপদ তিনটি।
কাউন্সিলর এবং হাউস ফাদার নেওয়া হবে। বাঁকুড়ার ‘অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর’-এর তরফে এই নিয়োগ। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। কাউন্সিলর পদে প্রতি মাসে ২৩,১৭০ টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমাজবিদ্যা, মনোবিদ্যা, সোশ্যাল ওয়ার্ক অথবা পাবলিক হেল্থ বিষয়ে স্নাতক হতে হবে। এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। হাউস ফাদার প্রতি মাসে ১৪, ৫৬৪ টাকা বেতন পাবেন। আবেদনের জন্য দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলেই চলবে। তবে, সংশ্লিষ্ট বিভাগে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২৪ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীদের প্রথমে বাঁকুড়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটে (https://bankura.gov.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিশ’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বাঁকুড়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।