ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ছবি: সংগৃহীত।
দেশের বিভিন্ন তেল শোধনাগারে কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)। শূন্যপদ রয়েছে প্রায় ৪০০-এর কাছাকাছি। সংস্থার তরফে জানানো হয়েছে, নিযুক্তদের কর্মস্থল হবে পশ্চিমবঙ্গ-সহ অন্য রাজ্যে। সম্প্রতি এমনটা জানিয়ে সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সংস্থায় নিয়োগ হবে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে। শূন্যপদের সংখ্যা ৩৯৪। তাঁরা সংস্থার প্রোডাকশন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ফায়ার অ্যান্ড সেফটি-সহ অন্য বিভাগে কাজ করতে পারবেন। নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে হলদিয়া, ডিগবয়, গুয়াহাটি-সহ অন্য শহরে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ২৫,০০০ থেকে ১,০৫,০০০ টাকা। এ ছাড়া অন্য সুযোগসুবিধাও দেওয়া হবে।
ইলেকট্রিক্যাল বিভাগে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের মেকানিক্যাল বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। প্রয়োজন ন্যূনতম ৫০ শতাংশ নম্বর। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
চাকরিপ্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। সংরক্ষিতরা বাদে বাকিদের জন্য বরাদ্দ আবেদনমূল্য ৩০০ টাকা। আগামী ৯ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি), দক্ষতা পরীক্ষা বা শারীরিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। যোগ্যতার শর্তাবলি সবিস্তার জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।