Kalyani University Admission 2025

ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে! চলছে জিলেট-এর মাধ্যমে ভর্তির কাউন্সেলিং

নথি যাচাইয়ের পরেই পড়ুয়াদের সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৫:২৪
Kalyani University

কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স ল্যাটারাল ইঞ্জিনিয়ারিং টেস্ট (জিলেট)-এর কাউন্সেলিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি) পরিচালিত এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষে ভর্তির সুযোগ মিলছে। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়েও পড়ুয়াদের ভর্তির সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ বিটেক কোর্সের দ্বিতীয় বর্ষে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। ক্লাসে যোগ দিতে পারবেন তৃতীয় সেমেস্টার থেকে। বিশ্ববিদ্যালয়ের তরফে ইতিমধ্যেই প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ের মাধ্যমে পড়ুয়াদের জন্য আসন বরাদ্দ করা হয়েছে। দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ের জন্য পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে হবে ২২, ২৪ এবং ২৬ ডিসেম্বরের মধ্যে। নির্ধারিত দিনে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত চলবে কাউন্সেলিং। একই সময়ে তাঁদের জন্য আসন বরাদ্দও করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নির্ধারিত দিনে পড়ুয়াদের জিলেট-এর র‍্যাঙ্ক কার্ড, অ্যাডমিট কার্ড, দশম এবং দ্বাদশের পরীক্ষার মার্কশিট, পাসপোর্ট সাইজ়ের ছবি, সচিত্র প্রমাণপত্র-সহ অন্য প্রয়োজনীয় নথি নিজেদের সঙ্গে রাখতে হবে। নথি যাচাইয়ের পরেই পড়ুয়াদের সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে। কোর্সে ভর্তির জন্য অনলাইনে পড়ুয়াদের ২৯,৩১০ টাকা ফি-ও জমা দিতে হবে।

Advertisement
আরও পড়ুন