প্রতীকী চিত্র।
খনি অঞ্চলে কাজের জন্য কর্মী নিয়োগ করবে দামোদর ভ্যালি কর্পোরেশন। সম্প্রতি কেন্দ্রের শক্তি মন্ত্রক অধীনস্থ সংস্থার তরফে এমন ঘোষণা করা হয়েছে। সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।
সংস্থায় ওভারম্যান নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা ১৬। সংস্থায় নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে পাঁচ বছর। যা শর্তসাপেক্ষে আরও দু’বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। নিযুক্তদের ডিভিসি অধীনস্থ বিভিন্ন খনি অঞ্চলে কাজের সুযোগ মিলবে। তাঁদের বেতন বাবদ প্রতি মাসে ৪৫,০০০ টাকা ছাড়াও অতিরিক্ত ভাতা দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি, ডিরেক্টরেট জেনারেল অফ মাইনিং সেফটি ফর কোল প্রদত্ত ওভারম্যান সার্টিফিকেশন থাকতে হবে। ন্যূনতম তিন বছরের পেশাগত অভিজ্ঞতাও থাকা জরুরি। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্কিল টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১০ জানুয়ারি। এ বিষয়ে বিশদ জানতে সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।