Guest Faculty recruitment

বর্ধমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক প্রয়োজন, কোন শর্তে পাবেন আবেদনের সুযোগ?

বর্ধমান বিশ্ববিদ্যালয় অধীনস্থ ‘ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি’-র কম্পিউটার সায়েন্স বিভাগে অতিথি শিক্ষক নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৬:৩৯
\\\\\\\'University Institute of Technology\\\\\\\' under Burdwan University.

বর্ধমান বিশ্ববিদ্যালয় অধীনস্থ ‘ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি’। ছবি: সংগৃহীত।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ। বিশ্ববিদ্যালয় অধীনস্থ ‘ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি’-র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল বিষয়ে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল বিষয়ে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) কিংবা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (এমই) ডিগ্রির যে কোনও একটি থাকলেই চলবে।

নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩৫ হাজার টাকা দেওয়া হবে। প্রতি দিনের নিরিখে ২,০০০ টাকা ভাতাও হিসাবে বরাদ্দ করা হয়েছে। তবে, কী ভাবে নিয়োগ করা হবে, সেই বিষয়ে কোনও তথ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি।

আবেদনপত্র জমা দেওয়ার জন্য ‘ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি’-তে সশরীরে উপস্থিত থাকতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্রের মতো নথি থাকা আবশ্যক। আবেদনের শেষ দিন ২৯ অগস্ট।

Advertisement
আরও পড়ুন