CU Recruitment 2025

হাঁটার ধরন নিয়ে গবেষণা করছে কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রয়োজন প্রজেক্ট ফেলো-র

এক বছরের জন্য প্রকল্পটিতে কাজের সুযোগ পাবেন আগ্রহী প্রার্থী। প্রতি মাসে ৫৫ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৯:৫৪
কলকাতা বিশ্ববিদ্যালয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

স্বল্প খরচে ‘স্মার্ট ইনসোল সিস্টেম’ নিয়ে গবেষণা করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই গবেষণার মধ্যে দিয়ে হাঁটার ধরন এবং হাঁটার সময়-সহ আরও বেশ কিছু বিষয়ের উপর আলোকপাত করা হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে এই গবেষণা প্রকল্পে কাজের জন্য এক জন প্রজেক্ট ফেলো প্রয়োজন। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

Advertisement

প্রজেক্ট ফেলো নিয়োগ হবেন প্রতিষ্ঠানের ফলিত পদার্থবিদ্যা বিভাগের তরফে। এক বছরের জন্য প্রকল্পটিতে কাজের সুযোগ পাবেন আগ্রহী প্রার্থী। প্রতি মাসে ৫৫ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং অথবা মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। ৩০ বছরের মধ্যে হতে হবে প্রার্থীর বয়স। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

‘ওয়াক-ইন-ইন্টারভিউ’-এর মাধ্যমে হবে এই নিয়োগ। ২৮ জুলাই সকাল সাড়ে ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের যেতে হবে। বিজ্ঞপ্তিটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই পাবেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলিও বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন