VU Recruitment 2025

বিশ্বভারতীতে শিক্ষকতার সুযোগ, কোন কোন বিষয়ে পড়াতে হবে?

চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য এই নিয়োগ। প্রতিষ্ঠানের শ্রীনিকেতনের শিক্ষা-চর্চা বিভাগে রয়েছে কাজের সুযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ১৩:৫৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শিক্ষকতার সুযোগ দিচ্ছে বিশ্বভারতী। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

অতিথি শিক্ষক (গেস্ট লেকচারাস্‌) নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য এই নিয়োগ। প্রতিষ্ঠানের শ্রীনিকেতনের শিক্ষা-চর্চা বিভাগে রয়েছে কাজের সুযোগ। প্রতি ক্লাসের ভিত্তিতে ৪০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। ‘ফাউন্ডেশন অফ এডুকেশন’ এবং ‘এনভায়রমেন্টাল সায়েন্স’-এই দু’টি বিষয় পড়াতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্স/ হিউম্যানিটিজ়/ সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

কী ভাবে আবেদন করবেন?

আগ্রহীরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘কেরিয়ার’ বিভাগে গেলে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ মে। এই সংক্রান্ত তথ্য এবং শর্তাবলি বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন