WB Health Recruitment 2025

রাজ্য স্বাস্থ্য বিভাগে সরাসরি নিয়োগ! ৩০০-র বেশি শূন্যপদে মিলতে পারে কাজের সুযোগ

আবেদনের জন্য ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র থাকতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১৬:৪৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে একাধিক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৫০১৮জন নার্স নিয়োগের পাশাপাশি ফার্মাসিস্ট পদেও কর্মী নিয়োগ হবে বলে জানা গিয়েছে।

Advertisement

ফার্মাসিস্ট গ্রেড ৩ পদে নিয়োগ করা হবে। কাজ করতে হবে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে। মোট শূন্যপদ ৩৫০টি। চুক্তিভিত্তিক নয়, স্বাস্থ্য বিভাগের তরফে সরাসরি নিয়োগ করা হবে।

বেতন—

প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৮,৯০০ টাকা।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা—

আবেদনের জন্য ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র থাকতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, ফার্মাসি-তে দু’বছরের ডিপ্লোমা থাকা চাই। তবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক হলেও আবেদন করা যাবে। একইসঙ্গে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের তরফে ‘এ’ ক্যাটাগরিতে নথিভুক্ত ফার্মাসিস্ট হতে হবে আবেদনকারীকে। প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে হওয়া চাই।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে রাজ্য স্বাস্থ্য দফতরের নিয়োগ সংক্রান্ত প্রশাসনিক ওয়েবসাইটে (www.hrb.wb.gov.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি সংগ্রহ করা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে রাজ্য স্বাস্থ্য দফতরের নিয়োগ সংক্রান্ত প্রশাসনিক ওয়েবসাইট থেকে।

Advertisement
আরও পড়ুন