WBSEDCL Recruitment 2025

স্পেশ্যাল অফিসার নিয়োগ করবে রাজ্য বিদ্যুৎ সরবরাহ সংস্থা, কারা পাবেন আবেদনের সুযোগ?

স্পেশ্যাল অফিসার (সিকিউরিটি) পদে নিযুক্তদের জন্য প্রতি মাসে ৪০-৫০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৬
বিদ্যুৎ ভবন।

বিদ্যুৎ ভবন। ছবি: সংগৃহীত।

রাজ্য সরকারি দফতরে আধিকারিক পদে কর্মী প্রয়োজন। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সরবরাহ সংস্থার তরফে ওই পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থার সিকিউরিটি বিভাগের স্পেশাল অফিসার পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ ২০টি।

Advertisement

স্পেশ্যাল অফিসার (সিকিউরিটি) পদে নিযুক্তদের জন্য প্রতি মাসে ৪০-৫০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। নিযুক্তদের বিদ্যুৎ ভবনের কর্পোরেট অফিস, বিধাননগর, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, মালদহ, মেদিনীপুর, বহরমপুর, শিলিগুড়ি, পুরুলিয়া, এবং উত্তর ২৪ পরগনার দফতরে হবে। প্রথমে চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য নিয়োগ হবে। এর পর নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।

প্রার্থীদের বয়স ৬০ থেকে ৬২ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন। পারিশ্রমিক ছাড়াও নিযুক্তদের অন্য সুযোগসুবিধাও দেওয়া হবে। রাজ্য পুলিশ বিভাগে ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট বা সমতুল্য র‌্যাঙ্কে কাজ করেছেন এবং বর্তমানে অবসর গ্রহণ করেছেন, এমন প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৬ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর বিদ্যুৎ ভবনে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের দিনই স্কিল টেস্ট দিতে হবে।

Advertisement
আরও পড়ুন