WB Health Recruitment 2025

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে পরামর্শদাতা প্রয়োজন, বিশেষ যোগ্যতায় মিলবে সুযোগ

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে পরামর্শদাতা পদে দু’জনকে নিয়োগ করা হবে। তাঁদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৫:১৬

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজ্যের সরকারি বিভাগে চাকরির সুযোগ। ওই বিভাগে স্টেট কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির ওই পদে কর্মী প্রয়োজন। তাঁদের পাবলিক হেল্‌থ অ্যান্ড কমিউনিকেবল ডিজ়িজ় বিভাগে কাজ করতে হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে ৪০,০০০ টাকা।

সমাজবিজ্ঞান, পরিবেশবিজ্ঞান, এপিডেমিয়োলজি, পাবলিক হেল্‌থ— এই চারটি বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। প্রার্থীদের অন্তত এক বছর ন্যাশনাল হেল্‌থ প্রোগ্রাম কিংবা সমতুল কোনও সরকারি প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

প্রার্থীদের কাজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে নেওয়া হবে। এ জন্য তাঁদের আলাদা করে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে।

২১ থেকে ৪০ বছর বয়সিরা ওই পদের জন্য আবেদনের সুযোগ পাবেন। আবেদনের জন্য জীবনপঞ্জি-সহ অন্য আনুষঙ্গিক নথি জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৩১ ডিসেম্বর। আবেদনমূল্য হিসাবে ১০০ টাকা ধার্য করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন