Bigg Boss 19

‘বিগ বস্‌’-এর তান্যা মিত্তলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের! ‘কোটি কোটি টাকার মালকিন’ কী এমন করেছেন?

তাঁর চারপাশে নাকি দেড়শো দেহরক্ষী ঘোরাফেরা করেন। সেই তান্যা মিত্তলের বিরুদ্ধে এ বার থানায় অভিযোগ দায়ের হল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৯:০১
তান্যার বিরুদ্ধে অভিযোগ দায়ের।

তান্যার বিরুদ্ধে অভিযোগ দায়ের। ছবি: সংগৃহীত।

‘বিগ বস্‌ ১৯’-এর অন্যতম চর্চিত প্রতিযোগী তান্যা মিত্তল। তিনি নাকি বিরাট বিলাসবহুল বাড়ির মালকিন। তাঁর চারপাশে দেড়শো দেহরক্ষী ঘোরাফেরা করেন। সেই তান্যার বিরুদ্ধে এ বার থানায় অভিযোগ দায়ের হল।

Advertisement

তান্যার বিরুদ্ধে অভিযোগ, তিনি পটাশ বন্দুক ব্যবহার করে একটি ভিডিয়ো তৈরি করেছিলেন। সেই ভিডিয়ো এখন সমাজমাধ্যমে ভাইরাল। গ্বালিয়রের বাসিন্দা শিশুপাল সিংহ কংসনা অভিযোগ দায়ের করেছেন ‘বিগ বস্‌’-এর তান্যার বিরুদ্ধে। গ্বালিয়রে পটাশ বন্দুক ব্যবহার, কেনাবেচার উপর নিষেধাজ্ঞা রয়েছে। তাও সেখানে কী ভাবে এই বন্দুক ব্যবহার করেছেন তান্যা? সেই প্রশ্ন উঠেছে তাঁর বিরুদ্ধে।

এই বিশেষ ধরনের বন্দুক ব্যবহার করলে চোখের ক্ষতি হতে পারে। এই কারণেই গ্বালিয়রে নিষিদ্ধ হয়েছে পটাশ বন্দুক। এমনকি, এই বন্দুক তৈরির উপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। চলতি বছরে দীপাবলির সময় এই নিষেধাজ্ঞা জারি হয় সেখানে। অভিযোগ দায়ের হওয়ার পর খতিয়ে দেখা হয় বিষয়টি। দেখা যায়, তান্যার ভিডিয়োটি দু’বছর আগের। অর্থাৎ তখনও পটাশ বন্দুকের উপরে নিষেধাজ্ঞা জারি হয়নি। নিষেধাজ্ঞা যখন জারি হয়, তখন তান্যা ‘বিগ বস্‌’-এর ঘরেই ছিলেন।

চলতি বছরে মহাকুম্ভ পরিদর্শনের একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই নেটপাড়ার ‘নয়নের মণি’ হয়ে উঠেছিলেন তান্যা মিত্তল। তার পরেই ‘বিগ বস‌্‌’ থেকে ডাক পান গ্বালিয়রের তরুণী উদ্যোগপতি।

‘বিগ বস্‌’-এ কখনও নিজেকে কোটি কোটি টাকার মালিক বলে দাবি করেছেন তান্যা। কখনও আবার নিজেকে ২৬ হাজার বর্গফুটের বাড়ির মালিক বলেছেন। তাঁর দাবি, ১৫০ জন দেহরক্ষী রয়েছে তাঁর।

এমন দাবির জন্য বার বার সমালোচিত হচ্ছেন তান্যা। অবশ্য তিনি নিজেও স্বীকার করেছেন, দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি বিভিন্ন বিষয় বাড়িয়ে বলেন। সম্প্রতি তান্যা দাবি করেছেন, তাঁর বাবার রিয়্যাল এস্টেটের বিশাল ব্যবসা। প্রতি বছর ৫০০ থেকে ১,০০০ ফ্ল্যাট বিক্রি করেন তিনি। তবে বাবার সংস্থার নাম প্রকাশ্যে আনেননি তানিয়া।

Advertisement
আরও পড়ুন