Zubeen Garg probe

স্কুবা ডাইভিং করতে গিয়ে নয়, অন্য ভাবে মৃত্যু জ়ুবিনের? প্রকাশ্যে নয়া তথ্য

সিঙ্গাপুর পুলিশের তরফ থেকে হয়েছিল প্রথম ময়নাতদন্ত। সেই ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, এই মৃত্যুর নেপথ্যে কোনও রকমের সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে সিঙ্গাপুর পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৬:১৫
কী ভাবে মৃত্যু জ়ুবিনের!

কী ভাবে মৃত্যু জ়ুবিনের! ছবি: সংগৃহীত।

জ়ুবিন গার্গের মৃত্যুতে নতুন তথ্য। প্রথম থেকেই শোনা যাচ্ছিল, স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে গায়কের। কিন্তু এ বার জানা যাচ্ছে, স্কুবা ডাইভিং নয়, সাঁতার কাটতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর।

Advertisement

সিঙ্গাপুর পুলিশের তরফ থেকে হয়েছিল প্রথম ময়নাতদন্ত। সেই ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, জ়ুবিনের মৃত্যুর নেপথ্যে কোনও রকমের সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে সিঙ্গাপুর পুলিশ। মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে তারা। সিঙ্গাপুরে করা সেই ময়নাতদন্তের রিপোর্ট এসে পৌঁছেছে ভারতীয় হাই কমিশনের কাছে।

১৯ সেপ্টেম্বর মৃত্যু হয় জ়ুবিনের। সিঙ্গাপুর থেকে গুয়াহাটিতে তাঁর মরদেহ নিয়ে আসার পরে ফের ময়নাতদন্ত করা হয়েছিল। তবে এখনও তদন্ত জারি রেখেছে অসমের বিশেষ তদন্তকারী দল। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রয়াত গায়কের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা ও ‘নর্থ ইস্ট ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মহন্ত।

জলে নামার সময়ে জ়ুবিনের পরনে ছিল না লাইফ জ্যাকেট। কী ভাবে এত বড় গাফিলতি, সেই প্রশ্ন উঠেছে। প্রশ্নের নিশানায় ছিলেন সিদ্ধার্থ ও শ্যামকানু। তাঁদের দীর্ঘ জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। কিছু দিন আগে এই ঘটনায় আটক করা হয়েছিল জ়ুবিনের ব্যান্ডের আর এক সদস্য শেখর জ্যোতি গোস্বামীকে। তার পর থেকেই সিদ্ধার্থ ও শ্যামকানুর খোঁজ চলছিল। গায়কের মৃত্যুর পর থেকে তাঁরা গুয়াহাটিতে ফেরেননি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হুঁশিয়ারি দিয়েছিলেন, ৬ অক্টোবরের মধ্যে দু’জনকেই বিবৃতি দিতে হবে। তিনি ফেসবুক লাইভের মাধ্যমে বলেছিলেন, “দুর্গাপুজো শুরু হচ্ছে। তাই চাইছি না, এখনই ওঁরা আসুন। কিন্তু ৬ অক্টোবর ওঁদের ফিরতেই হবে গুয়াহাটিতে এবং সিআইডিকে বিবৃতি দিতে হবে।”

Advertisement
আরও পড়ুন