Tollywood Gossip

মধ্যরাতে ‘বেসামাল’ টলিনায়িকা, শিল্পপতির সঙ্গে ‘ঘনিষ্ঠ’ বিবাহিত অভিনেত্রী? শুরু ফিসফাস

রাত বাড়লে টলিপাড়ায় এমন কিছু কিছু দৃশ্য উঠে আসে যা সাধারণ মানুষের চোখ এড়িয়ে যায়। কিন্তু, নায়ক-নায়িকার ঘনিষ্ঠদের চোখ এড়ানো খুবই কঠিন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৭:৪৯
মধ্যরাতের পার্টিতে কী কাণ্ড করলেন নায়িকা?

মধ্যরাতের পার্টিতে কী কাণ্ড করলেন নায়িকা? প্রতীকী ছবি।

টলিপাড়া যেন প্রেমের পীঠস্থান। ঘটা করে বিয়ে করেও কেউ খুশি নন তাঁদের সঙ্গীদের নিয়ে,কেউ আবার ঘোষিত প্রেমিকের সঙ্গে পার্টিতে গিয়ে পড়ে যান অন্য কারও গায়ে। রাত বাড়লে টলিপাড়ায় এমন কিছু কিছু দৃশ্য উঠে আসে, যা সাধারণ মানুষের চোখ এড়িয়ে যায়। কিন্তু, নায়ক-নায়িকার ঘনিষ্ঠদের চোখ এড়ানো খুবই কঠিন।

Advertisement

সম্প্রতি, একটি বড় পার্টির আয়োজন করা হয়েছিল শহরে। আমন্ত্রিতের তালিকায় ছিলেন ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা, অভিনেত্রী এবং শিল্পপতি। সেখানে অবশ্য ইন্ডাস্ট্রির বাইরের কেউ থাকেন না। সেখানেও নিন্দকের নজর এড়ায়নি। ঘনিষ্ঠ সূত্র বলছে, পার্টিতে টলিপাড়ার এক নায়িকা, শহরের এক শিল্পপতির সঙ্গে এমনই মাখামাখি শুরু করেন, যা নজর এড়ায়নি কারও। এ দিকে শোনা যায়, সেই ব্যক্তি নাকি অন্য কোনও অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে রয়েছেন।

বিবাহিত নায়িকার কাণ্ডকারখানা দেখে ফিসফাস তুঙ্গে। তা হলে কি সেই সম্পর্কও বিশ বাঁও জলে? তা হলে কি নায়িকার সংসার ভাঙল? তাই কি মন ভোলাতে এই কাণ্ড? টলিপাড়ার অন্দরের আলোচনা, অভিনেত্রীর সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক নাকি খুব একটা ভাল যাচ্ছে না। তাই নায়িকার এই আচরণ অবাক করেনি তাঁর ঘনিষ্ঠমহলের একাংশকে।

Advertisement
আরও পড়ুন