Deepak Tijori

প্রতারণার ফাঁদে অভিনেতা দীপক তিজোরী, দুই মহিলার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ অভিনেতা?

দু’বছর আগে শোনা গিয়েছিল আবার পর্দায় ফিরছেন তিনি। এই আলোচনার মধ্যে পুলিশের দ্বারস্থ অভিনেতা দীপক তিজোরী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৭:৪২
অভিনেতা দীপক তিজোরীর সঙ্গে কী ঘটল?

অভিনেতা দীপক তিজোরীর সঙ্গে কী ঘটল? ছবি: সংগৃহীত।

অভিনেতা দীপক তিজোরীর ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। তবে মাঝে অনেক দিন হল তাঁকে বড়পর্দায় দেখা যায় না। দু’বছর আগে শোনা গিয়েছিল আবার পর্দায় ফিরছেন তিনি। এই আলোচনার মধ্যে পুলিশের দ্বারস্থ অভিনেতা। লক্ষ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ তুলেছেন অভিনেতা। কী ঘটেছে দীপকের সঙ্গে?

Advertisement

দীপকের দাবি, দুই মহিলা অভিনেতার আসন্ন ছবিতে লগ্নি করার আশ্বাস দিয়েছিলেন। সে কথা বলে দীপকের থেকে আড়াই লক্ষ টাকা নিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, যে দুই মহিলার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন অভিনেতা, তাঁরা ‘প্রমিনেন্ট এন্টারটেনমেন্ট কোম্পানি’ নামক একটি সংস্থার সঙ্গে যুক্ত। তাঁরা আশ্বাস দিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যে ‘আগ্রহ পত্র’ (লেটার অফ্‌ ইন্টারেস্ট) দেবেন। কিন্তু টাকা পাওয়ার পরে আর ফোন তোলেননি ওই দুই মহিলা। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই প্রতারণার ঘটনা ঘটে। ২৫ কোটি টাকা সংগ্রহের জন্য যখন তিনি বিনিয়োগকারী খুঁজছিলেন, তখনই ঘটে এই ঘটনা।

নব্বইয়ের দশকের একাধিক ছবিতে তাঁর অভিনয় এখনও সিনেপ্রেমীরা মনে রেখেছেন। দীপকের ঝুলিতে রয়েছে ‘আশিকী’, ‘জো জীতা ওহী সিকন্দর’ এবং ‘কভী হাঁ কভী না’-এর মতো ছবি। একসময় অভিনয় থেকে বিরতি নিয়ে পরিচালনায় মনোনিবেশ করেছিলেন দীপক। শেষ বার তাঁকে দর্শক ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার’ ছবিতে দেখেছেন। আগামী ছবিতে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে দেখা যাবে তাঁকে।

Advertisement
আরও পড়ুন